শনিবার, ১ মার্চ, ২০১৪

এবার উইন্ডোজ এক্সপি চলবে আরও দুর্দান্ত এবং রকেটের গতিতে[৭/৮ এও কাজ করতে পারে] কোন সফট ছাড়াই,চিত্র সহ}

undefined
আমরা অধিকাংশই ভাল পারফর্মেন্স পেতে উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। কিন্তু ধিরে ধিরে এক সময় এটি-ও স্লো হয় বেশি সফট ইন্সটলেশন  এর কারণে বা অন্য কোন কারণে। কিন্তু কিছু পদ্ধতি অনুসরণ করলে মুহুরতেই এটি রকেটের গতিতে চলবে। সেই দুর্দান্ত আর কিলার টিপস পেতে সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।আপনার এক্সপিসক্রিয় পিসি’র স্পিড বাড়বে গ্যারেন্টেড!!

Microsoft Windows XP logo and wordmark.svg

এক

আপনার পিসি’র সকল ড্রাইভ এনটিএফএস বা New Technology File System এ রূপান্তর করুন। আপনার হার্ড ড্রাইভ যদি ফ্যাট ৩২ বা ফ্যাট ১৬ ফরমেট এ থাকে তাহলে আপনি এনটিএফএস এ রূপান্তর করে যথেষ্ট ভাল পারফরমেন্স পেতে পারেন।
NTFS এ রূপান্তর করতে Windows key আর R একসাথে চাপুন। রান চালু হলে “CONVERT C: /FS:NTFS” [উদ্ধৃতি চিহ্ন ছাড়া] লিখুন আর Enter চাপুন। তারপর নির্দেশনা অনুসরণ করুন ।

দুই

আপনার পিসি থেকে Spyware এবং Malware দূর করুন। ইন্টারনেট জগতে অজস্র স্পাইওয়্যার ছড়িয়ে আছে , যেগুলোর অধিকাংশই ফ্রী সফটওয়্যার এর সাথে আমাদের পিসি তে চলে আসে। এই স্পাইওয়্যার এবং Malware পিসি কে স্লো করার জন্য বিখ্যাত। তাই Spybot Search & Destroy  বা অন্য কোন স্পাইওয়্যার রেমুভাল সফট ব্যবহার করে স্পাইওয়্যার দূর করুন।
আর Malware দূর করতে ব্যবহার করুন Malware Bytes নামের সফটটি যদিও এটি টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমি আপনাদের জন্য এটির সিরিয়াল সহ শেয়ার করছি। অবশই ডাউনলোড করতে হবে-
নিচে সিরিয়াল নম্বর দেয়া হল-
Product ID: 4CR59
Serial: XACJ-HK4N-N7BQ-HHK6
সফটটি ডাউনলোড করে কী দিয়ে PROFESSIONAL করে ফুল স্ক্যান করুন, তারপর Malware গুল ডিলিট করুন।

তিন

ইন্ডেক্সিং সার্ভিস ডিযেবল করুন।  ডিযেবল করতে My Computer এ গিয়ে যে কোন হার্ড ড্রাইভ এ রাইট ক্লিক করুন তারপর Properties এ যান। তারপর এই লিখা ”Allow indexing service to index this hard drive for faster searching” এর পাশের টিক তুলে দিন। তারপর ওকে করুন। প্রসেস টি শেষ হতে একটু সময় লাগবে।

চার

আপনার উইন্ডোজ এক্সপি”র ভিযুয়াল ইফেক্ট কমিইয়ে দিন । এর জন্যঃ
My Computer–>Right Click on it—>>Advanced–>>Click on first “Settings”–>>Click on Adjust for best Performance–>>Apply

পাঁচ

ফোল্ডার ব্রাউজিং এর স্পিড বাড়াতে ঃ-
Go to My Computer > Tools menu > Folder Options > View tab. Uncheck “Automatically search for network folders and printers” and “Launch folders in a separate process”. Click Apply, then click OK.

ছয়

menus তাড়াতাড়ি লোড করাতেঃ- Windows key + R চাপুন, তারপর লিখুন “regedit” এবং Enter চাপুন। এরপর ”HKEY_CURRENT_USER\Control Panel\Desktop” এ যান এবং ”MenuShowDelay” তে ক্লিক করে ১০০ করে দিন শেষে Enter চাপুন।

সাত

Unnecessary Service Disable করে দিন। উইন্ডোজ এক্সপি তে এরকম অনেক সার্ভিস থাকে যেগুলোর কোন ব্যবহার আমরা করি না, কিন্তু এগুল Load হয়ে আমাদের পিসি’র র‍্যাম নষ্ট করে ।তাই এগুল অক্ষম বা Disable করাই ভাল।
Disable করতে Windows logo key+ R চাপুন। তারপর লিখুন services.msc । তারপর নিচের সার্ভিস গুলতে ক্লিক করে Start Up Type এ  Disable করে দিন
নিচের  Service গুল Disable করুন।
 Alerter, Clipbook, Computer Browser, Distributed Link Tracking Client, Indexing Service, IPSEC Services, Messenger, Netmeeting Remote Desktop Sharing, Portable Media Serial Number, Remote Desktop Help Session Manager, Remote Procedure Call Locator, Remote Registry, Secondary Logon, , SSDP Discovery Service, Telnet, TCP/IP NetBIOS Helper, Upload Manager, Universal Plug and Play Device Host, Windows Time।

আট

উইন্ডোজ এক্সপি’ বুট টাইম Improve করতে প্রথমে Windows logo key+R চাপুন। তারপর regedit লিখে Enter করুন। তারপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Dfrg\BootOptimizeFunction এ যান এবং ডান পাশের লিস্ট থেকে Enable খুঁজে বের করুন। তারপর সেখানে ডাবল ক্লিক করে ভ্যালু “Y” করে দিন।
এবার আবারও Run ওপেন করে লিখুন “msconfig” তারপর ওকে করুন। এবার Startup এ ক্লিক করুন। তারপর অপ্রয়োজনীয় আইটেম এর পাশের টিক তুলে দিন

নয়

এক্সপি’র শাট ডাউন টাইম কমাতে Run অপেন করে লিখুন regedit তারপর HKEY_CURRENT_USER\Control Panel\Desktop তে যান এবং ডান পাশে WaitToKillAppTimeout খুঁজে ভ্যালু 1000 করে দিন। এবার HungAppTimeout  খুঁজে ভ্যালু 1000 করে দিন, তারপর ”HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control” এ  গিয়ে ডান পাশে WaitToKillAppTimeout খুঁজে ভ্যালু 1000 করে দিন।

দশ

আপনার কম্পিউটারের ওয়ালপেপার রিমুভ করুন। তা করতেঃ- ডেক্সটপ এ রাইট ক্লিক করে Properties এ গিয়ে Desktop Tab এ ক্লিক করুন। তারপর ওয়ালপেপার এর সরব প্রথম টা অর্থাৎ None Select করুন, তারপর Apply করুন।

এগার

CTRL+ALT+Delete চাপুন তারপর Process এ ক্লিক করুন এবং Explorer খুঁজে বের করুন। সেটিতে রাইট ক্লিক করে Set Pririty “Realtime” করে দিন । দেখুন আপনার পিসি রকেট এর গতিতে চলে কিনা!
যারা এই ১১টা পয়েন্ট ঠিক মত অনুসরণ করে কাজ করেছেন, তারা নিশ্চয় পিসি’ র পারফর্মেন্স এর পরিবর্তন টা বুঝতে পারছেন।। এবার আসলেই পিসি রকেটের গতিতেই চলবে !
ধন্যবাদসহ
মাহাবুব হাসান
কামারজানি ইউ আই এস সি
গাইবান্ধা সদর।

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

জামালপুর জেলায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষিদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রামপুলিশদের বেতন ও ভাতা এখন থেকে মোবাইলে পাওয়া যাবে

জামালপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ শাহাবুদ্দিন খান স্যার  গত ২৪/২/২০১৪ খ্রি তারিখে জামালপুর জেলার  সদর ও সরিষাবাড়ী উপজেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা প্রদান বিষয়ক কর্মসূচীর ওরিয়েন্টেশ সম্পন্ন করেছেন যা পর্যায়ক্রমে বাকী পাঁচটি উপজেলায় অনুষ্ঠিত হবে।

আগামী ২ মার্চ ২০১৪ খ্রিঃ তারিখে মাননীয় কমিশনার,  ঢাকা বিভাগ জামালপুর জেলায় উক্ত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যার ধারাবাহিকতায় জামালপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।

উল্লেখ্য যে, জনাব মোঃ শাহাবুদ্দিন খান স্যার ইতোপূর্বে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সিলেট জেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান বিষয়ক  প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন।

লিবিয়ার ভিসা চেক করুন অতি সহজেই।

(বিজ্ঞদের জন্য নয়)
যারা লিবিয়ার ভিসা চেক করার জন্য ঝামেলায় আছেন, শুধুমাত্র তাদের সমাধানের জন্য এই পোষ্ট।
লিবিয়ার ভিসা চেক করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ http://libya.usembassy.gov/niv_visa_status.html
এখন মূলপাতার দিকে লক্ষ্য করুন।

চিত্রঃ ১
লাল গোল চিহ্নিত ঘরে পাশপোর্ট নম্বর লিখুন।  শুধুমাত্র ইংরেজিতে লিখবেন। তারপর লাল চিহ্নিত Submit ঘরে ক্লিক করুন। নতুন পেজ আসা পর্যন্ত একটু ধর্য ধরুন।
ভিসা পেয়ে থাকলে সে ইনফরমেশন (Information) পেয়ে যাবেন। আর যদি ঐ পাশপোর্টে লিবিয়ার ভিসা না হয়ে থাকে তহালে নীচের মতো একটি পেজ আসবে।

চিত্র-২
আশাকরি আপনি সফলভাবে কাজটি করতে পারবেন। নিজে ট্রাই করুন সফল হবেন।

কামাল উদ্দিন, মান্নারগাঁও ইউপি, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। 01727166884

মোটরসাইকেলের তথ্য নিয়ে বাংলাদেশী ওয়েবসাইট

বাংলাদেশে এই প্রথম তৈরী হলো মোটরসাইকেলের তথ্য নিয়ে ওয়েব সাইট, যার নাম দেওয়া হয়েছে মটরসাইকেল ভ্যালী।  এই সাইটে আপনি পাবেন বাংলাদেশে প্রচলিত প্রায় সব মটর সাইকেলের বিস্তারিত তথ্য। ইতোমধ্যে সাইটিতে বেশ কিছু মোটরসাইকেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপলোড করা হয়েছে।  এই সাইটে আপনি পাবেন ইয়ামাহা, বাজাজ, ডায়াং, ইমা, সিঙ্গার, ওয়ালটন, হিরো, ফ্রিডম, জিপসি, হোন্ডা, টিভিএস সহ আরো কিছু মোটরসাইকেলের তথ্য । আগামিতেও আরো তথ্য সংগ্রহ করে এই সাইটে সংযোজন করা হবে
এই তথ্য বর্তমান বাজার দর ও চলমান তথ্য হতে সংগ্রহ করা হচ্ছে যাতে আপনারা পাবেন সঠিক তথ্য । এখানে আরো আছে প্রত্যেক বাইক সম্পর্কে মতামত দেবার অপশন । এতে করে যেমন একজন বাইক ব্যাবহারকারী তার বাস্তব অভিজ্ঞতা জানাতে পারছে অপর দিকে একজন  নতুন বাইক ক্রেতা একজন বাইক ব্যাবহারকারীর মতামত বিশ্লেষন করে তার পছন্দের বাইক কিনতে পারে নিশ্চিন্তে । এই ওয়েব সাইটের মাধ্যমে একজন বাইক ক্রেতার সময়, শ্রম  যেমন বাচবে তেমনি নিম্ন মানের বাইক কিনে তার যে অর্থ লোকশান দিতে হতো তার থেকে সে রক্ষা পেতে পারে ।
আপনি যদি বাইক কিনতে আগ্রহী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী ব্রাউজ করে বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। আপনি যদি বাইক বাইক ব্যবহারকারী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী তে মতামত দিয়ে অন্যকেজনকে উপকৃত করতে পারেন।
ভিজিট করুন http://www.motorcyclevalley.com/

একটি আয়: কৃষিবান্ধব ইউআইএসসির বন্দুরা ব্লগটি দেখুন, আয় করুন। ব্লগটি দ্বারা আপনিও উপকৃত হতে পারেন। (স্কীনর্শটসহ বিস্তারিত দেখুন)

গত কয়েক দিন আগে জেলা কৃষি অফিসার ফোন করে জানাল যে কৃষি বিষয় একটি ট্রেনিং হবে। ভাবলাম এবার হয় তো আমাদের ডিজিটাল কৃষকের সহায়ক বানান হবে । ট্রেনিং নিতে গিয়ে একটি ওয়েব সাইডের লিংক পেলাম যা দারুন । একজন কৃষক কতটুকু জমিতে, কোন ফসলে, কি পরিমান সার লাগবে তা ঐ সফটওয়্যার দিয়ে বের করা সম্ভব মাত্র কয়েক মিনিটে। আমি কয়েকজন কৃষকের কল্যান করে অর্থ উপার্জন করলাম চাইলে আপনিও পারেন। সবার কল্যানে উক্ত বিষয় স্কীনর্শটসহ ব্লগটি পোষ্ট করলাম-
http://www.frs-bd.com/
এরপর
অতপর সার্চ দিলে পাবেন
মো: মনিরুল ইসলাম
০১৭১০৪৯৮২৯১

সোমবার, ৬ মে, ২০১৩

ফ্রি এসএমএস পাঠানোর ঠিকানা আপনার কাজে আসতে পারে।




 
 













1)http://smstexter.com/index.php
2)http://www.ofsms.in/index.php
3)http://www.fakesms.in/
4)http://www.ro-sms.com/
5)_http://smstexter.com/freesms/free-sms-text-bangladesh.php
6)http://www.gysms.com/
7)http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_bangladesh/
8)http://www.bdrulez.com/a_service/sms/
9) http://bdsoft.square7.net/bdtutorial/

আপনার পিসির জন্মদিন কবে জানেন তো ? না জানলে জেনে নিন


কম্পিউটার আমাদের বন্ধুর মতোই,যা করতে বলি তাই সে করে দেয়,এই উপকারী বন্ধুটির জন্মদিনে তা অবশ্যই wish করা উচিত। কি বলেন? কিন্তু এর জন্ম তারিখ কবে তা তো আগে জানতে হবে।তো চলুন জেনে নেওয়া যাক,খুবই সহজ। একবার দেখলেই বুঝবেন।
প্রথমে নিচের ছবির মতো :-
Start Menu ►►All Programs ►►Accessories►►System Tools►►System Information. সিলেক্ট করুন।
BIRTHDAY 01
Windows 7 যারা ইউজ করেন তারাও একই কাজ করবেন।
birthday 03
এবার নিচের ছবির মতো একটি উইন্ডো বের।উইন্ডো থেকে Bios Version/Date সিলেক্ট করে লাইনটির শেষে দেখুন একটি তারিখ দেখা যাচ্ছে। এটাই আপনার পিসির জন্ম-তারিখ।
birthday wish 2
birthday 04
এবার দেখে নিন আপনার পিসির জন্মতারিখ।নেক্সট জন্মদিনে কিন্তু দাওয়াত আবশ্যক।