বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

জামালপুর জেলায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষিদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রামপুলিশদের বেতন ও ভাতা এখন থেকে মোবাইলে পাওয়া যাবে

জামালপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ শাহাবুদ্দিন খান স্যার  গত ২৪/২/২০১৪ খ্রি তারিখে জামালপুর জেলার  সদর ও সরিষাবাড়ী উপজেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা প্রদান বিষয়ক কর্মসূচীর ওরিয়েন্টেশ সম্পন্ন করেছেন যা পর্যায়ক্রমে বাকী পাঁচটি উপজেলায় অনুষ্ঠিত হবে।

আগামী ২ মার্চ ২০১৪ খ্রিঃ তারিখে মাননীয় কমিশনার,  ঢাকা বিভাগ জামালপুর জেলায় উক্ত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যার ধারাবাহিকতায় জামালপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।

উল্লেখ্য যে, জনাব মোঃ শাহাবুদ্দিন খান স্যার ইতোপূর্বে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সিলেট জেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের বেতন ও ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান বিষয়ক  প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন।

লিবিয়ার ভিসা চেক করুন অতি সহজেই।

(বিজ্ঞদের জন্য নয়)
যারা লিবিয়ার ভিসা চেক করার জন্য ঝামেলায় আছেন, শুধুমাত্র তাদের সমাধানের জন্য এই পোষ্ট।
লিবিয়ার ভিসা চেক করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ http://libya.usembassy.gov/niv_visa_status.html
এখন মূলপাতার দিকে লক্ষ্য করুন।

চিত্রঃ ১
লাল গোল চিহ্নিত ঘরে পাশপোর্ট নম্বর লিখুন।  শুধুমাত্র ইংরেজিতে লিখবেন। তারপর লাল চিহ্নিত Submit ঘরে ক্লিক করুন। নতুন পেজ আসা পর্যন্ত একটু ধর্য ধরুন।
ভিসা পেয়ে থাকলে সে ইনফরমেশন (Information) পেয়ে যাবেন। আর যদি ঐ পাশপোর্টে লিবিয়ার ভিসা না হয়ে থাকে তহালে নীচের মতো একটি পেজ আসবে।

চিত্র-২
আশাকরি আপনি সফলভাবে কাজটি করতে পারবেন। নিজে ট্রাই করুন সফল হবেন।

কামাল উদ্দিন, মান্নারগাঁও ইউপি, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। 01727166884

মোটরসাইকেলের তথ্য নিয়ে বাংলাদেশী ওয়েবসাইট

বাংলাদেশে এই প্রথম তৈরী হলো মোটরসাইকেলের তথ্য নিয়ে ওয়েব সাইট, যার নাম দেওয়া হয়েছে মটরসাইকেল ভ্যালী।  এই সাইটে আপনি পাবেন বাংলাদেশে প্রচলিত প্রায় সব মটর সাইকেলের বিস্তারিত তথ্য। ইতোমধ্যে সাইটিতে বেশ কিছু মোটরসাইকেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপলোড করা হয়েছে।  এই সাইটে আপনি পাবেন ইয়ামাহা, বাজাজ, ডায়াং, ইমা, সিঙ্গার, ওয়ালটন, হিরো, ফ্রিডম, জিপসি, হোন্ডা, টিভিএস সহ আরো কিছু মোটরসাইকেলের তথ্য । আগামিতেও আরো তথ্য সংগ্রহ করে এই সাইটে সংযোজন করা হবে
এই তথ্য বর্তমান বাজার দর ও চলমান তথ্য হতে সংগ্রহ করা হচ্ছে যাতে আপনারা পাবেন সঠিক তথ্য । এখানে আরো আছে প্রত্যেক বাইক সম্পর্কে মতামত দেবার অপশন । এতে করে যেমন একজন বাইক ব্যাবহারকারী তার বাস্তব অভিজ্ঞতা জানাতে পারছে অপর দিকে একজন  নতুন বাইক ক্রেতা একজন বাইক ব্যাবহারকারীর মতামত বিশ্লেষন করে তার পছন্দের বাইক কিনতে পারে নিশ্চিন্তে । এই ওয়েব সাইটের মাধ্যমে একজন বাইক ক্রেতার সময়, শ্রম  যেমন বাচবে তেমনি নিম্ন মানের বাইক কিনে তার যে অর্থ লোকশান দিতে হতো তার থেকে সে রক্ষা পেতে পারে ।
আপনি যদি বাইক কিনতে আগ্রহী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী ব্রাউজ করে বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। আপনি যদি বাইক বাইক ব্যবহারকারী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী তে মতামত দিয়ে অন্যকেজনকে উপকৃত করতে পারেন।
ভিজিট করুন http://www.motorcyclevalley.com/

একটি আয়: কৃষিবান্ধব ইউআইএসসির বন্দুরা ব্লগটি দেখুন, আয় করুন। ব্লগটি দ্বারা আপনিও উপকৃত হতে পারেন। (স্কীনর্শটসহ বিস্তারিত দেখুন)

গত কয়েক দিন আগে জেলা কৃষি অফিসার ফোন করে জানাল যে কৃষি বিষয় একটি ট্রেনিং হবে। ভাবলাম এবার হয় তো আমাদের ডিজিটাল কৃষকের সহায়ক বানান হবে । ট্রেনিং নিতে গিয়ে একটি ওয়েব সাইডের লিংক পেলাম যা দারুন । একজন কৃষক কতটুকু জমিতে, কোন ফসলে, কি পরিমান সার লাগবে তা ঐ সফটওয়্যার দিয়ে বের করা সম্ভব মাত্র কয়েক মিনিটে। আমি কয়েকজন কৃষকের কল্যান করে অর্থ উপার্জন করলাম চাইলে আপনিও পারেন। সবার কল্যানে উক্ত বিষয় স্কীনর্শটসহ ব্লগটি পোষ্ট করলাম-
http://www.frs-bd.com/
এরপর
অতপর সার্চ দিলে পাবেন
মো: মনিরুল ইসলাম
০১৭১০৪৯৮২৯১