ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন অথচ এর ব্যাটারির চার্জ কমে যাওয়া নিয়ে শঙ্কিত নন, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন কারণে ল্যাপটপের ব্যাটারির কার্যক্ষমতা কমতে পারে। তবে ল্যাপটপের চার্জ বেশিক্ষণ ধরে রাখার কিছু কৌশল আছে। মূলত ব্যাটারির চার্জ কমতে পারে দুই কারণে। এক. অপারেটিং সিস্টেমের সেটিংস ঠিকভাবে করা না হয়ে এবং দুই. ব্যাটারির সেলের ক্ষমতা কমে গেলে।
অপারেটিং সিস্টেম সেটিংস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য Control Panel থেকে Power Option চালু করুন। এখানে Balanced, Power Saver থেকে যেকোনো একটি নির্বাচন করে নিন। এটা খুব বেশি পার্থক্য তৈরি করে না, তাই যে কোনোটা নির্বাচন করলে চার্জ বেশি থাকবে। কারণ সেটিংসে কিছু পরিবর্তন আনলেই বেশিক্ষণ চার্জ ধরে রাখার ব্যবস্থা করে দেওয়া যাবে। এবার যেকোনো পাওয়ার প্ল্যান বেছে নিতে Change plan settings-এ ক্লিক করুন।
এই প্ল্যান সেটিংসে হার্ডডিস্কের জন্য Turn off hard disk after-এ On battery-তে 10 minute এবং Plugged in-এর জন্য 15 minute নির্ধারণ করে দিন। জেনে রাখা জরুরি, হার্ডডিস্ক ড্রাইভ ব্যাটারি থেকে সবচেয়ে বেশি চার্জ নেয়। যত বেশি সময় এটি বন্ধ রাখা যাবে তত ভালো হয়। পরে অন্য প্রোগ্রাম চালু করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে হার্ডডিস্ক চালু হয়ে যাবে।
Process power management-এর জন্য প্রসেসর ভিন্ন ভিন্ন গতিতে তার কাজ সমপন্ন করে থাকে। যখন দরকার পড়ে, তখন দ্রুত কাজ করে এবং যখন দরকার পড়ে না, তখন নিষ্ক্রিয় হয়ে থাকে। তাই Minimum processor state-এর On battery এবং Plugged in-এ ৫% নির্ধারণ করে দিন। Maximum processor state-এর On battery এবং Plugged in-এ ৫০% নির্ধারণ করে দিন।
ডিসপ্লের জন্য Dim display after-এ On battery এবং Plugged in-এর জন্য যথাক্রমে ১ এবং ২ minute করে নির্ধারণ করে দিন। এভাবে এখানে থাকা বাকি সেটিংগুলোতে সর্বনিম্ন মানের সময় নির্ধারণ করে দিন।
এ কাজটি আরও ভালোভাবে করা যাবে উইন্ডোজ মোবিলিটি সেন্টারে গিয়ে। এ জন্য Winkey+X একসঙ্গে চেপে সেটি খুলতে হবে। এ কাজগুলো সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন এ জন্য www.codeplex.com/vistabattery থেকে ভিস্তা ব্যাটারি সফটওয়্যারটি নামিয়ে নিয়ে সহজে বাকি কাজ করা যাবে।
অপারেটিং সিস্টেম সেটিংস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য Control Panel থেকে Power Option চালু করুন। এখানে Balanced, Power Saver থেকে যেকোনো একটি নির্বাচন করে নিন। এটা খুব বেশি পার্থক্য তৈরি করে না, তাই যে কোনোটা নির্বাচন করলে চার্জ বেশি থাকবে। কারণ সেটিংসে কিছু পরিবর্তন আনলেই বেশিক্ষণ চার্জ ধরে রাখার ব্যবস্থা করে দেওয়া যাবে। এবার যেকোনো পাওয়ার প্ল্যান বেছে নিতে Change plan settings-এ ক্লিক করুন।
এই প্ল্যান সেটিংসে হার্ডডিস্কের জন্য Turn off hard disk after-এ On battery-তে 10 minute এবং Plugged in-এর জন্য 15 minute নির্ধারণ করে দিন। জেনে রাখা জরুরি, হার্ডডিস্ক ড্রাইভ ব্যাটারি থেকে সবচেয়ে বেশি চার্জ নেয়। যত বেশি সময় এটি বন্ধ রাখা যাবে তত ভালো হয়। পরে অন্য প্রোগ্রাম চালু করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে হার্ডডিস্ক চালু হয়ে যাবে।
Process power management-এর জন্য প্রসেসর ভিন্ন ভিন্ন গতিতে তার কাজ সমপন্ন করে থাকে। যখন দরকার পড়ে, তখন দ্রুত কাজ করে এবং যখন দরকার পড়ে না, তখন নিষ্ক্রিয় হয়ে থাকে। তাই Minimum processor state-এর On battery এবং Plugged in-এ ৫% নির্ধারণ করে দিন। Maximum processor state-এর On battery এবং Plugged in-এ ৫০% নির্ধারণ করে দিন।
ডিসপ্লের জন্য Dim display after-এ On battery এবং Plugged in-এর জন্য যথাক্রমে ১ এবং ২ minute করে নির্ধারণ করে দিন। এভাবে এখানে থাকা বাকি সেটিংগুলোতে সর্বনিম্ন মানের সময় নির্ধারণ করে দিন।
এ কাজটি আরও ভালোভাবে করা যাবে উইন্ডোজ মোবিলিটি সেন্টারে গিয়ে। এ জন্য Winkey+X একসঙ্গে চেপে সেটি খুলতে হবে। এ কাজগুলো সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন এ জন্য www.codeplex.com/vistabattery থেকে ভিস্তা ব্যাটারি সফটওয়্যারটি নামিয়ে নিয়ে সহজে বাকি কাজ করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন